কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে রহিজ উদ্দিন (৬০) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার দিবাগত রাতে ঢাকাগামী শাওন ক্লাসিক পরিবহন রৌমারী টিকেট কাউন্টার অফিসে ওই অভিযান পরিচালনা করে পুলিশ। থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তারের পর তার কাছ থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
রৌমারী থানার সূত্রে জানা গেছে, এসআই তুহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল টিএনটি মোড় সংলগ্ন শাওন ক্লাসিক পরিবহন টিকেট কাউন্টারে অভিযান চালায়। এ সময় ঢাকার উদ্দেশ্যে অপেক্ষায় থাকা বৃদ্ধা রহিজ উদ্দিনের দেহ তল্লাশী করে দেড় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার বাড়ি উপজেলার দাঁতভাঙ্গা এলাকায়।
রৌমারী থানার ওসি হাসান ইনাম জানান, গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
আইএনবি/বি.ভূঁইয়া