কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য বিভাগের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন-জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায়, ইউএনও নূরে তাসনিম, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি: দা:) ইসমত আরা, জেলা মৎস্য বিভাগের সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, উপজেলা প্রকৌশলী আবু তাহের মো. সফিউল্লা, প্রেসক্লাবের সভাপতি এস. এ বাবলু প্রমূখ।
আইএনবি/ এম আ/ বি.ভূঁইয়া