কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বিষাক্ত মদপান করা তিন যুবককে হাসপাতালে নিলে বুধবার ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এরা হলেন খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) ও সদর উপজেলার বড় আইলচারা গ্রামের তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, দুর্গাপূজার আনন্দ-উৎসবে মদপান করে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাত ১২টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিসাধীন অবস্থায় একে একে তিন যুবকেরই মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
আইএনবি/বি.ভূঁইয়া