কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার ভেড়ামারায় ১টি বিদেশি অস্ত্র, ১ রাউন্ড গুলি এবং ২টি মোটর সাইকেলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে পুলিশ তাদেরকে অস্ত্রসহ আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম।
আটকৃতরা হলেন, সবুজ আলী (২৮), আপন আলী (২২), সাকিবুল হাসান শোভন (২১) ও নুরুন্নবী প্রামাণিক (৩৫)। তারা ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাসিন্দা।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিরদিয়ার এলাকার বকুল হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন বিজয়ের উপর সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার নিজ বাড়িতে হামলা করে। সে একই ইউনিয়নের গোপীনাথপুরের বাসিন্দা সোনা আলীর ছেলে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীরা তাদেরকে ঘিরে ফেলে। তারা সবুজের হাতে থাকা বিদেশি অস্ত্রটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অস্ত্র, ২টি মোটর সাইকেলসহ চারজনকে গ্রেফতার করে।
ভুক্তভোগী বিজয়ের বাবা বকুল হোসেন বলেন, সবুজের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেলযোগে ১০জন সন্ত্রাসী তার ছেলেকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে হামলা করে। পুলিশ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি ২টি পিস্তল সন্ত্রাসীরা পাশে থাকা পুকুরে ফেলে দেয়।
আটক সবুজ আলী সাখাওয়াত হোসেন বিজয়ের বিরুদ্ধে তার স্ত্রীর গায়ে হাত তোলার অভিযোগ তুলে বলেন, গত ১৪ই জানুয়ারি সবুজ তার স্ত্রীর গায়ে হাত তুলেছিল।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশ দ্রুত গিয়ে ১টি বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলি ও মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেফতার করে। ২টি অস্ত্র পুকুরে ফেলার বিষয়ে যে অভিযোগ আছে। সেটা আমরা খতিয়ে দেখছি। মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া