কুষ্টিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপ‌জেলার কাঞ্চনপু‌রে আতিয়ার খাঁ (৬৫) নামে এক বৃদ্ধ‌কে হত্যার পর মরদেহ মাঠে ফে‌লে রেখে গে‌ছে দুর্বৃত্তরা। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রা‌মের ঝড়ু খাঁর ছেলে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকা‌লে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের এক‌টি ফস‌লি মাঠে রক্তাক্ত মরদেহটি প‌ড়ে থাক‌তে দে‌খে স্থানীয়রা পু‌লিশ‌কে খবর দেয়। ওই গ্রা‌মেই নানা বা‌ড়ি‌তে দীর্ঘদিন প‌রিবারসহ বসবাস কর‌তেন আতিয়ার।

নাম প্রকা‌শ না করা শ‌র্তে স্থানীয় কয়েকজন জানান, বি‌ভিন্ন সম‌য়ে আতিয়ার বিপ্লবী ক‌মিউনিষ্ট, জাসদ গণবাহিনী ও শ্রমজীবী সংগঠ‌নের সঙ্গে জ‌ড়িত ছিলেন। বিপ্লবী কমিউনিস্ট পা‌র্টির নেতা শুকুর হত‌্যার আসামীও ছি‌লেন তিনি। রা‌তে অজ্ঞাত প‌রিচ‌য়ের ব‌্যক্তিরা ডে‌কে নি‌য়ে তা‌কে হত‌্যা ক‌রে‌ মা‌ঠে লাশ ফে‌লে গে‌ছে বলে জান‌তে পেরেছি।

সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আইএন বি/বিভূঁইয়া