কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসাম পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকার আজ বুধবার সকালে বেসরকারি হসপিটাল লাকসাম জেনারেল হাসপাতালে শারমিন বেগম (২৫) নামে এক মা ৫ সন্তান জন্ম দিলেন । সে উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলাইয়া গ্রামের মসজিদের মোয়াজ্জেম মো. মিজানুর রহমানের স্ত্রী।
আজ বুধবার সকালে কোন সিজারীয়ান অপারেশন ছাড়া ৩টি ছেলে ও ২টি মেয়েসহ ৫টি সন্তান প্রসব করেন।
স্বামী মিজান জানায়, গত কয়েক বছর আগে আমার স্ত্রী শারমিন বেগম একটি সন্তান প্রসব করে এবং সে সন্তানটি মারা গিয়েছে। এখন আবারও ৫টি সন্তান জন্মগ্রহন করেছেন। সন্তান ও তাদের মা সুস্থ্য আছে। সন্তান গুলোর জন্য সকলের কাছে দোয়া চাই।
আইএনবি/বি.ভূঁইয়া