নিজস্ব প্রতিবেদক
মরণ ঘাতক করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যার কারণে শ্রমিক এবং পরিবহণ সংকটে চলতি বোরো মৌসুমে ক্ষেতের পাকা ধান বিপাকে পড়েছেন কৃষকরা । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে সরকারি দলের নেতাকর্মীরা।
আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাইদুর রহমান সাঈদ এবং সাধারণ সম্পাদক শেখ আজগর নস্করের নির্দেশে গত কয়েক দিন ধরে কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ। আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতা শফিউল আলম শফিক এ তথ্য জানান।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এনায়েত করিম অমির সহোযোগীতায় কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবীলীগ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ফজলুল হকের পাকাধান কেটে দিয়েছেন।
ধান কাটার অংশ নেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া, মোঃ হুমায়ুন , খায়রুল, মোঃ বুলবুল , মোঃ স্বপন, রাসেল , নোমান খোকন সহ পৌরসভার যুবায়ের এবং সদর উপজেলার ইয়াকুব, নিলয় হোসেন কামাল ও শরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।