কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার এলাকায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০ জন।

নিহত নুর উদ্দিন একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য সাহাবুদ্দিন ও মোনায়েম খার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রোববার সকালে তর্কাতর্কির এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। তাদের মধ্যে বল্লমবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সাহাবুদ্দিনের ভাতিজা নূর উদ্দিন।

আহতদের সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান বলেন, ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া