কিডনি পাচার চক্রের সদস্য আটক

গাইবান্ধায় প্রতিনিধিঃ বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তেলিহার গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে কিডনি পাচারকারী চক্রের সদস্য রহিম উদ্দিনকে (৩৭) আটক করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, উপজেলা সংলগ্ন রাজাহার ও শাখাহার এলাকার কতিপয় গরীব মানুষদের অধিক টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রয়ে উৎসাহিত করে আসছিলেন। তার দ্বারা প্রভাবিত হয়ে অনেকে কিডনি বিক্রি করে প্রতারিত হয়েছেন।

আইএনবি/বিভূঁইয়া