আন্তর্জাতিক ডেস্ক:কানাডায় পুলিশের পোশাক পরা বন্দুকধারীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক নারী পুলিশ কর্মকর্তাও রয়েছেন। কানাডার পুলিশ জানিয়েছে নোভা স্কোটিয়া প্রদেশের গ্রাম লাকায় এই ঘটনা ঘটেছে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে।
হামলাকারী যে গাড়িটি ব্যবহার করেছিল, পুলিশ সদস্যদের মনে হয়েছিল, এটি তাদের বাহিনীরই। হামলাকারী ওই প্রদেশের বেশ কয়েকটি স্থানে লোকজনের ওপর গুলি করে। পরে তাকে ধাওয়া করে হত্যা করে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীর নাম গ্যাব্রিয়েল ওয়ার্টম্যান। তবে তিনি কেন হামলাটি চালিয়েছিলেন তা জানা যায়নি। সূত্র : বিবিসি
আইএনবি/বিভূঁইয়া