কাঠালিয়ায় মেয়ের হাতে বাবার মৃত্যু

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় মঙ্গলবার সকালে উপজেলার বাঁশবুনিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে মেয়ের ছুড়েমারা পিরির আঘাতে বাবা খিতিশ চন্দ্র শীল (৭০) মারা গেছেন।

পুলিশ ও স্থানীয়রা জনান, সকালে খিতিশ চন্দ্র শীল তার ছেলে মিলন চন্দ্র শীলকে সেলুনে কাজ করতে বললে পিতার সাথে কলহ হয়।

কলহের এক সময় কলেজ পড়ুয়া মেয়ে শুকলা রানী পুতুল (১৭) ক্ষিপ্ত হয়ে বসার পিরি ছুড়ে মারে।

এতে পিতা খিতিশ চন্দ্র শীলের মাথায় লাগলে গুরুতর আঘাত হয়। পরে আহত অবন্থায় তাকে উদ্ধার করে আমুয়া স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে বরিশাল শেবাচিমে নেয়া হলে বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আইএনবি/বিভূঁইয়া