নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিতে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা জানান সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ । এসময় স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মোবাস্বের হাসান চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবু তাহের, আশিস কুমার মজুমদার সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন।
১৯৭৬ সালের ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) কাজী নজরুল ইসলাম শেষ নিশ্বাস ত্যাগ করেন। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।