মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে গার্মেন্টসসহ কলকারখানা সীমিত পরিসরে চালুর ঘোষণায় যাত্রীদের চাপ বেড়েছে। রোববার সকাল থেকেই ফেরিতে করে এ নৌরুট দিয়ে দলে দলে ছুটছেন যাত্রীরা। এর মধ্যে গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সংখ্যাই সবচেয়ে বেশি।
মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মোস্তফা কামাল জানান, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা পাওয়ার পর এ নৌ-রুটে চলাচলকারী ১৭টি ফেরির বেশিভাগই বন্ধ রাখা হয়। তবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপারের জন্য ৩ থেকে ৪টি ফেরি সীমিত আকারে চলাচল করে।
এদিকে হঠাৎ করেই সকাল থেকে যাত্রীদের চাপ বেড়ে গেছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে। অনেকেই আবার ঝুঁকি নিয়ে ট্রলারে পাড়ি দিচ্ছেন পদ্মানদী।
দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যাত্রীরা রাজধানী ঢাকার সাথে যাতায়াতের জন্য এই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট ব্যবহার করেন। করোনা পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক-পিকআপ ও কিংবা এ্যাম্বুলেন্স করে দুই থেকে তিনগুণ ভাড়া দিয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাটে আসছেন যাত্রীরা। পরে পাড়ি দিচ্ছেন ৭ কিলোমিটারের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের পদ্মানদী। সময় টিভি
আইএনবি/বিভূঁইয়া