কাঁটাতারের বেড়া দেয়া হবে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইএনবি নিউজঃ রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে মনে হচ্ছে না বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । শিগগিরই সিসিটিভিও স্থাপন করা হবে ক্যাম্পের চারপাশ তাদের নিরাপত্তার জন্য।

বৃহস্পতিবার সচিবালয়ে কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন আরও বলেন, জঙ্গি সংগঠনের সঙ্গে যাতে সম্পৃক্ততা তৈরি না হয় তাই রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের সমাবেশকে বাংলাদেশ নেতিবাচক দৃষ্টিতে দেখছেন না বলে ।

আইএনবি/বিভূঁইয়া