নিজস্ব প্রতিবেদক
মরণঘাতক করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কক্সবাজার শুঁটকিপল্লীর ৩০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এদের মধ্যে দুই-তৃতীয়াংশ মহিলা। আর প্রক্রিয়াজাত বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শুঁটকিপল্লীর ব্যবসায়ীরা।
সেপ্টেম্বর থেকে মে মাস শুঁটকি মাছ প্রক্রিয়াজাতকরণের মৌসুম। তবে এ বছর করোনাভাইরাসের কারণে গত একমাস যাবৎ উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। সর্ববৃহৎ নাজিরারটেক শুঁটকিপল্লীর ১,০৪০ শুঁটকি মাছ প্রক্রিয়াজাতকরণ ইউনিটে কর্মরত শ্রমিকের মধ্যে দুই-তৃতীয়াংশ মহিলা। কর্মহীন হয়ে বর্তমানে অসহায় জীবনযাপন করছে তারা। এমতাবস্থায় যানবাহন সংকট ও উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় কক্সবাজার জেলার বিভিন্ন শুঁটকিপল্লীর উৎপাদনকারী ও দিনমুজুরেরা চরম আর্থিক সংকটে পড়েছে। তাই তাঁরা সরকারি ও বেসরকারি উদ্যেগে সাহায্য কামনা করছেন।
বাংলাদেশের সর্ববৃহৎ শুটকিপল্লী নাজিরারটেক শুঁটকিমাছ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আতিকুল্লাহ সওদাগর জানান, সাধারণত আমরা মৌসুমের শেষ কয়েকমাসে সিংহভাগ শুঁটকিমাছ উৎপাদন করি। এ বছর মাছের অভাবে উৎপাদন গত একমাসে প্রায় শূন্যের কোটায় চলে এসেছে। যানবাহন সংকটের কারণে আমরা এখন চট্টগ্রাম থেকে মাছ আনতে পারছিনা। ইতোমধ্যে আমাদের অনেকগুলো বিক্রয়প্রস্তাব বাতিল হয়েছে।
স্বল্পসুদে ঋণ সুবিধা পাবার আহ্বান জানিয়ে, তিনি বলেন নাজিরারটেক শুঁটকিপল্লীর উেেদ্যক্তা ও দিনমুজুরেরা অলস সময় পার করছে। ইতোমধ্যে এই শুঁটকিপল্লীর ব্যবসায়িদের ক্ষতি আনুমানিক ১০০ কোটি টাকারও বেশি।
আাতিকুল্লাহ এন্টারপ্রাইজ ও মা এন্টারপ্রাইজের মালিক আতিকুল্লাহ বলেণ, এই শুঁটকিপল্লীতে বেশিরভাগ শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে। আগামী এক থেকে দেড়মাস পরে বর্ষা মৌসুম শুরু হলে স্বাভাবিক ভাবে তাঁরা বেকার হয়ে পড়বে। অধিকিন্তু তাঁরা গত এক মাস যাবৎ বেকার অবস্থায় আছে।
ফাতেমা মাছ বিক্রয় কেন্দ্রের মালিক মোঃ ইমরানুল হক জানান, করোনা ভাইরাসের কারণে তাঁর ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। আমার ইউনিটে প্রায় ১৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করে। এদের মধ্যে ছয়জন শ্রমিক পুরো মৌসুমের জন্য নিযুক্ত আছে। তাই আমাকে তাদের মজুরি ও ভরণপোষণ দিতে হবে।
শ্রমিক জয়নাজ খাতুন জানান, দুই মেয়ে একছেলে নিয়ে আমার পরিবারে সদস্য সংখ্যা পাঁচজন। আমার স্বামীও দিনমজুর। শুঁটকি মাছ প্রক্রিয়াজাতকরণ ইউনিটে কাজ করে আমি দৈনিক ৩৫০ থেকে ৪০০ টাকা এবং আমার স্বামী দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা উপার্জন করে।তবে করোনাভাইরাসের কারণে আমরা এখন একমাসেরও বেশি সময় বাড়িতে বসে আছি। ইতোমধ্যে আমাদের সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে। এখন আমাদের বাচ্চাদের জন্য খাবার কেনার মতো অর্থ নেই।
শিশুশ্রম বিষয়ক প্রকল্প ‘কা¬ইম্ভ’ এর সিভিক এনগেইজমেন্ট এন্ড ক্যাপাসিটি বিল্ডিং বিশেষজ্ঞ মোঃ তানভীর শরীফ বলেন, কক্সবাজার এলাকার প্রত্যেকটি শুঁটকিপল্লীর শ্রমিকের একই অবস্থা। কিছু শ্রমিক মালিকদের থেকে ঋণ নিয়ে রাখেন। ঋণ পরিশোধ করার জন্য তাঁরা নিজেদের পাশাপাশি তাদের ছেলেমেয়েদেরও কাজে নিয়োগ করে। করোনা ভাইরাসের কারণে এবার তাঁরা আরও বেশি সমস্যায় পড়বে, কারণ তাঁরা এবার ঋণ পরিশোধ করতে পারবে না।
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর সরকারের ত্রাণ সহায়তা কর্মসূচির আওতায় ইতোমধ্যে প্রায় ৪০,০০০ দিন-মুজুরকে সরকারি ত্রাণ সহায়তা প্রদান করেছে। আমরা দিনমুজুরদের তালিকা তৈরি করছি। ধাপে ধাপে, আমরা সকল দিনমুজুরকে সরকারি ত্রাণ সয়াহতার আওতায় নিয়ে আসবো। শুধু দিনমজুর নয়, যে সকল মানুষ লাইনে দাঁড়িয়ে ত্রাণ গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, আমারা তাদের কাছেও সরকারি সয়াহতা পৌঁছে দিচ্ছি।