করোনা সম্ভবত মানব সৃষ্ট নয়: মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক: জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান মার্ক মিলেই আরো বলেন, এ ভাইরাসের উৎপত্তি কোথায়, আমরা জানি না। রয়টার্স

এ ভাইরাস কি চীনের কাঁচা বাজার থেকে এসেছে? উহানের ভাইরাস গবেষণাগার থেকে এসেছে, নাকি অন্য কোথাও থেকে এসেছে? এগুলোর একটাই উত্তর ‘আমরা জানি না’।

মঙ্গলবার প্রেস ব্রিপিংয়ে তিনি এ সব কথা বলেন। দুইদিন আগে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, করোনাভাইরাস চীনের উহানে ল্যাবে তৈরি। এ বিষয়ে তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই অভিযোগ করে আসছেন, করোনাভাইরাস চীনের উহানের ল্যাবে তৈরি। এটি একটি জীবাণু অস্ত্র। বাণিজ্য যুদ্ধসহ নানা কারণে অস্ত্রটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করছে চীন। যদিও দেশটি এ অভিযোগ অস্বীকার করেছে। সিএনএন, বিবিসি

করোনায় মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২ লাখ ৯৮১ করোনা রোগী শনাক্ত; ৭০ হাজার ৮১২ জন মারা গেছে এবং সুস্থ হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৭৭ জন। ওয়ার্ল্ডোমিটার

আইএনবি/বিভূঁইয়া