সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের মানিকদহ গ্রামের সোবাহান আলী (৭৫)কে করোনা সন্দেহে সোমবার রাতে পৌর সদরের বাসটার্মিনাল এলাকার একটি নির্জন স্থানে ফেলে রেখে যান তার ছেলে নজরুল ইসলাম। নজরুল ইসলাম সোবাহান আলীর একমাত্র ছেলে।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। মঙ্গলবার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার এসআই নূরে আলম সিদ্দিকী বলেন, বৃদ্ধকে উদ্ধারের সময় সেখানে আমিও উপস্থিত ছিলাম। ওই বৃদ্ধের তীব্র শ্বাসকষ্ট থাকায় তার করোনা হয়েছে এমন সন্দেহে তার একমাত্র ছেলে তাকে ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। সময় মত উদ্ধার করা না হলে হয়তো তাকে রাতের আধারে শিয়াল-কুকুরে খেয়ে ফেলত।
তিনি আরো বলেন, সন্তান হয়ে কীভাবে অসুস্থ বাবাকে এমন ভাবে ফেলে রেখে গেল। এটা অত্যন্ত অমানবিক, বেদনাদায়ক ও নিন্দনীয় ঘটনা।
আইএনবি/বি.ভূঁইয়া