করোনা মহামারী নিয়ে রাজনীতি করবেন না: ডাব্লিউএইচও প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংস্থার বিরুদ্ধে চীনের পক্ষ নেওয়ার অভিযোগ করেছিলেন। বিবিসি

সংস্থটির প্রধান টেড্রোস আডামস যুক্তরাষ্ট্র ও চীনকে রাজনীতি না করে মানুষের জীবন বাঁচানোর পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন।

সম্প্রতি চীনের সঙ্গে বিমান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়ায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন টেড্রোস। চীনের পক্ষ নেয়ার অভিযোগ করে তিনি সংস্থাকে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার হুমকি দেন। পার্সটুডে

বুধবার টেড্রোস বলেন, এখন হুমকি দেয়ার সময় নয়। চীন ও মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে তিনি বলেন,

দয়া করে জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ থাকুন এবং রাজনীতির জন্য কোভিডকে ব্যবহার করবেন না। এই বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে আমেরিকা ও চীনের একসঙ্গে লড়াই করা উচিত। সিএনএন

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের উৎপত্তি হয়। বিশ্বের প্রায় সব দেশেই এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত মারা গেছে ৮৮ হাজার মানুষ। সংক্রমিত হয়েছে ১৫ লাখ মানুষ।

আইএনবি/বিভূঁইয়া