আন্তর্জাতিক ডেস্ক: স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ২০ জন শনাক্ত হওয়ার খবর দিয়েছে। বিবিসি
তবে শনাক্তের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে বলে রোববার নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে।
প্রেসিডেন্ট আশরাফ ঘানি করোনা শনাক্ত কি না, তা জানা যায়নি। ১৯৯০ সালে ক্যানসারে পাকস্থলির একটি অংশ হারিয়েছেন ৭০ বছর বয়সী এই রাজনীতিক।
কর্মকর্তারা রোববার আতঙ্কিত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন। খামা প্রেস
দেশটিতে রোববার পর্যন্ত ৯৩৩ জন করোনা শনাক্ত হয়েছেন। মারা গেছে ৩৩ জন। সেখানে পরীক্ষার সুযোগ কম। এ কারণে সংখ্যা কম বলে মনে হচ্ছে। কয়েক দশকের সহিংসতায় তাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থা খুব ভালো না।
দেশটিতে ব্যাপকভাবে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ ভাইরাসে বিপর্যস্ত ইরান থেকে অন্তত ১ লাখ ৫০ হাজার মানুষ দেশে ফিরেছে। এছাড়া লাখো মানুষ ফিরেছে পাকিস্তান থেকে।
আইএনবি/বিভূঁইয়া