করোনা নিয়ে গুজব ছড়ানোয় আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) কামরুল হাসান রুমি (৩৯) নামে একজনকে আটক করেছে ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর কোতোয়ালী থানাস্থ এমএ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কামরুল হাসান রুমি মিরসরাই উপজেলার মহাজনহাট এলাকার আবুল বশরের ছেলে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাহামুদুল হাসান গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে কামরুল হাসান রুমি নামে একজনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, কামরুল হাসান রুমি তার ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করেন। বিষয়টি নজরে আসলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া