আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে আয়োজিত আসিয়ান শীর্ষ সম্মেলন করোনভাইরাস আতঙ্কে স্থগিত করা হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, যুক্তরাষ্ট্র আসছে ১৪ মার্চ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো জোট আসিয়ান এর শীর্ষ সম্মেলনের পরিকল্পনা করেছিলেন।
সম্প্রতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সতর্কতা নিয়ে শীর্ষ সম্মেলনের আহ্বান জানান ট্রাম্প প্রশাসন। এশীয় নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ১৪ মার্চ এশীয় নেতাদের সফরের পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবৃতিতে ট্রাম্প জানান, সম্প্রতি করোনাভাইরাস বেশ কিছু দেশে মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে বিবেচনা স্বরূপ এই সম্মেলন স্থগিত করা পরিকল্পনা করা হয়েছে।
একইসঙ্গে মঙ্গলবার (৩ মার্চ) অস্ট্রিয়া’র চ্যান্সেলরের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা ছিল হোয়াইট হাউজে। একই বিবৃতিতে সে বৈঠকও স্থগিত করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া