করোনায় ৩ মাসে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৩৫৮৭

আইএনবি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট হাজার ৭৯৭ জনে।

গত বছরের ২০ ডিসেম্বরের পর এটিই দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এদিন শনাক্ত হয়েছে আরও ৩৫৮৭ জন।

এর আগে ২০ ডিসেম্বর একদিনে ৩৮ জনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া