আইএনবি নিউজ: সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে ।
তিনি বলেন, নতুন করে দেশে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থ হয়েছেন। ৮০ বছরের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত মোট ১৯ জন সুস্থ হয়েছেন। সুস্থদের মধ্যে একজন চিকিৎসক ও নার্স রয়েছেন।
সোমবার (৩০ মার্চ) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।
ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইন কল এসেছে ৪৭২৫ টি। গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের নমুনা নেওয়া হয়। এখন পর্যন্ত ১৩৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আইসোলেশন আছেন ৬২ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩২ জন।
করোনা সংক্রমণ ঠেকাতে পরামর্শ তুলে ধরে তিনি আরও বলেন, কাশি শিষ্টাচার মেনে চলুন। ঘরের বাইরে যাবেন না। বার বার সাবান পানি দিয়ে হাত ধোবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও যাওয়া থেকে বিরত থাকুন।
আইএনবি/বিভূঁইয়া