করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আরও একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির বয়স ছিল ৭০ বছর। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনের কিং কাউন্টিতে বসবাসকারী এক ব্যক্তির করোনাভাইরাসে মৃত্যু হয়।

একইসঙ্গে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। নতুন তিনজনের মধ্যে দুইজন মহিলা ও একজন পুরুষ। এ নিয়ে সর্বশেষ রোববার রাত পর্যন্ত করোনাভাইরাসে ৮৭ জন আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া