করোনাভাইরাসের কারনে বুধবার থেকে বন্ধ রাবি

আইএনবি নিউজ:সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার নিশ্চিত করে বলেন, মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল ক্লাস-পরীক্ষার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

অধ্যাপক প্রভাষ কুমার বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে একটি জরুরি সভায় আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা ও আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম আগের মতোই চলবে।’

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস পরিক্ষা-বর্জনের ঘোষণা দিয়েছে।

আইএনবি/বিভূঁইয়া