টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে কবুতরের খাঁচার নীচে করে অভিনব কৌশলে ১২হাজার ইয়াবা পাচারের সময় এক যুবককে আটক করেছে বিজিবি।
আটক হলেন,হ্নীলা ইউনিয়নের নাটমোরা পাড়ার আব্দু শুক্কুরের ছেলে মোঃ আব্দুল খালেক(২৭)। বৃহস্পতিবার সকালে হোয়াইক্যং বিজিবি চেকপোষ্ট থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
টেকনাফ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন,হোয়াইক্যং বিওপি একটি টহলদল চেকপোষ্টে হ্নীলা হতে পালংখালীগামী একটি যাত্রীবাহী সিএনজি আসলে থামানো হয়। তল্লাশীকালীন একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের পর তার সাথে থাকা বহনকৃৃত সামগ্রীসমূহ তল্লাশি করা হয়।এক পযার্য়ে কবুতরের খাঁচার নীচে অভিনব কায়দায় ফিটিং করা১২হাজার ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।এসময় তার কাছ থেকে একটি ব্যবহৃত মোবাইলসহ নগদ ২৩হাজার৯শ’টাকা উদ্ধার করা হয়।আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া