বিনোদন ডেস্ক: রূপালি পর্দায় ধামাকা দেখাতে এবার ‘পাঙ্গা’ নিয়ে হাজির হচ্ছেন কঙ্গনা রনৌত। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির পোস্টার ও ট্রেলার। যা বেশ সাড়া ফেলেছে।
বর্তমানে ‘পাঙ্গা’র প্রচারণা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন কঙ্গনা রনৌত। সেই প্রচারণার অংশ হিসেবে এবার ট্রেনের টিকিট বিক্রি করলেন ৩২ বছর বয়সী এই তারকা।
সম্প্রতি মুম্বাইয়ের ছাত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলস্টেশনে বসে টিকিট বিক্রি করতে দেখা গেছে কঙ্গনাকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে- কাউন্টারে বসে টিকিট ইস্যু করছেন কঙ্গনা। এসময় তার পরনে ছিলো সাদা রঙের সালোয়ার কামিজ। তার কোঁকড়ানো চুলগুলো ছিলো ঝুটি করা।
অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত ‘পাঙ্গা’তে একজন কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। কিন্তু কোন এক কারণে সেটি ছেড়ে দিয়ে রেলওয়ের কাজে যোগ দিতে হয় বলিউডের এই অভিনেত্রীকে। এমনই এক গল্প নিয়ে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন ফক্স স্টার স্টুডিও। ২০২০ সালের ২৪ জানুয়ারি মুক্তি পাবে এটি।
আইএনবি/বিভূঁইয়া