কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নেতৃত্বে ইসমাইল ট্রেডার্স নামে এক ব্যাবসা প্রতিষ্ঠানকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ক্রেতারা জানান, প্রতিষ্ঠানটির কর্মচারীরা ৭০ টাকার পেঁয়াজ ৮৫ টাকায় বিক্রি করছে আর অভিযোগের সত্যতা মেলায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
সে সময় ভ্রামমাণ আদালতের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ ৫০ ও ভারতের পেঁয়াজ ৭০ টাকা মূল্যে বিক্রির নির্দেশ দেয়া হয়।
ওই অভিযানে আরো উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বস্ত্র সেল) তৌফিকুর রহমান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আবছার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্র ধর, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মো. মাহবুবুর রহমান প্রমুখ।
আইএনবি/বিভূঁইয়া