কক্সবাজারে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের উখিয়ায় নুর আলম (৩৫) নামে এক রোহিঙ্গাকে ১ হাজার ৫০ পিস ইয়াবা ও অস্ত্রসহ আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

আটককৃত নুর আলম উখিয়া মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি- ১৬-এর মৃত আবদুল করিমের ছেলে।

এসপি নাইমুল হক জানান, রোববার রাত মধুছড়া ক্যাম্পে কয়েকজন ব্যক্তি মাদক ক্রয় বিক্রয় করছেন বলে খবর আসে। পরে এপিবিএন সদস্যরা ক্যাম্পে অভিযান চালিয়ে নুর আলমকে পাইপগান ও কার্তুজসহ আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত নুর আলমকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া