নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দায়ের করা সাইবার মামলায় দুই পুলিশ সাক্ষ্য প্রদান করেছেন। নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আদালতে মামলা করেন।
গত ২৭ মে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ১৬ জুন রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত দুই পুলিশ সদস্য, পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ও কনস্টেবল জিয়াউর রহমান দেওয়া সাক্ষ্য রেকর্ড করে পরবর্তী সাক্ষীর জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-সামশ জগলুল হোসেন এ তারিখ ধার্য করেন।
আইএনবি/বিভূঁইয়া