এতিম-পথশিশুদের মাঝে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 রাজধানী কমলাপুরে প্রায় শতাধিক এতিমঅসহায় পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অধ্যক্ষ সুজাউল করীম চৌধুরী বাবু।

গতকাল শনিবার বিকেলে এতিম, অসহায়, পথ শিশুদের মাঝে ইফতারি খাবার বিতরণ করা হয়। সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল
আমিন মুক্তি ও সহসভাপতি জয় খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনজুরুল করিম রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম সাগর, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস সাজেদা জামান

সুজাউল করীম চৌধুরী বাবু ব‌লেন, করোনা ভাইরা‌সের এই সংকটের সম‌য়ে সমা‌জের সু‌বিধাব‌ঞ্চিত মানু‌ষেরা ভা‌লো রমজান মা‌সে অনেক সময় ভা‌লো ক‌রে ইফতারও কর‌তে পার‌ছে না। সেই ভাবনা থে‌কে আমার এই ক্ষুদ্ধ আ‌য়োজন।