আন্তর্জাতিক ডেস্ক: গেল ২৪ ঘণ্টায় ফ্রান্সের ১ হাজার ১২০ জন প্রাণ হারিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে । গতকাল এ মৃতের সংখ্যা ছিল ১ হাজার ৩৫৫ জন। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৬ হাজার ৫০৭ জন।
এদিকে এখন পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১১ লাখ মানুষ। প্রাণ হারিয়েছে ৫৮ হাজার ১৪৯ জন।
ইতালিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৬৬ জন। দেশটিতে মোট মারা গেছে ১৪ হাজার ৬৮১ জন। যুক্তরাষ্ট্রে ৭৩৩ জনসহ মোট মারা গেছে ৬ হাজার ৮০৩ জন। এছাড়া যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জন, স্পেনে মারা গেছেন ৫৮৭ জন।
আইএনবি/বিভূঁইয়া