বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর সলিয়াবাকপুর গ্রামের আলম মেম্বারের বাড়ি থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- মরিয়ম (৭০), ইউসুফ (২০) ও মো. আলম (৬০)।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে ওই বাড়ির মৃত নজীর আলীর ঘর থেকে মরিয়ম ও আলম এবং বাড়ির পুকুরের ঘাটলার উপর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে এ মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ। তবে এ বিষয়ে আপাদত বিস্তারিত জানা য়ায়নি।
আইএনবি/বিভূঁইয়া