ক্রীড়া ডেস্ক:দুর্নীতি দমন আইন ভাঙার অভিযোগে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ হয়েছেন উমর আকমল (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। নিষেধাজ্ঞার কারণে কোনো ধরনের ক্রিকেট সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে পারবেন না পাকিস্তানের এ বিতর্কিত ক্রিকেটার।
পিসিবির দুর্নীতি দমন ইউনিট উমর আকমলের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে তদন্ত করে যাচ্ছে। তাই বিবৃতি দিয়ে উমর আকমলকে নিষিদ্ধ করার খবর জানালেও তার অপরাধের ধরন ও নিষেধাজ্ঞার সময়সীমা সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড।
পিএসএল (পাকিস্তান সুপার লিগ) শিরোপা ধরে রাখার মিশনে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে মাঠে নামতে হচ্ছে উমর আকমলকে ছাড়াই।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) করাচিতে তারা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।
উমর আকমলের বদলি ক্রিকেটার বেছে নেওয়ার জন্য এখন আবেদন করতে পারবে পিএসএল ফ্র্যাঞ্চাইজি কোয়েটা।
আইএনবি/বিভূঁইয়া