নিজস্ব প্রতিবেদক
উন্নয়ন ও গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
বুধবার (৪ নভেম্বর) সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় এর নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে পিপুলবাড়ীয়ায় নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, শেখ হাসিনার রাজনীতি মানুষের কল্যাণের জন্য। পিতা বঙ্গবন্ধুর মতো তিনি সারাজীবন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করছেন। গত ১২ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর অগ্রযাত্রায় গোটা বিশ্বে বাংলাদেশ রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।
শহীদ ক্যাপ্টন মনসুর আলীর নাতী ও সাবেক মন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিমের পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান যুবলীগ সাধারণ সম্পাদক।
এসময় সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ সমাজ গঠনে যুবলীগের নেতাকর্মীসহ সকলকে সজাগ থাকার অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সহ-সভাপতি আবু ইউসুফ, এ্যাড. কে এম হোসেন আলী হাসান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: জাকির হোসেন বাবুল, সিরাজগঞ্জ জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, সিরাজগঞ্জ সদর উপজেলা যুবলীগ সভাপতি এস এম বারী।।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাসির।