নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে সাধারণ মানুষকে করোনা ভাইরাসের প্রকোপ হতে রক্ষা করতে শুরু থেকেই মাঠে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো। দলীয়ভাবে সারাদেশে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা। বিভিন্ন জেলা-উপজেলা ও মহানগর নেতারা বিনামূল্যে মাস্ক , হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন তারা।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় নেতা কাজী শফিউল আলম শফিক বিমান বন্দর ও দক্ষিনখানে গরিব অসহায় দুস্থ দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।