উখিয়া ৬০ হাজার ইয়াবাসহ দুজন আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে বালুখালী এলাকা থেকে ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছেন র‍্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, তারেকুর রহমান (২২) ও জসীম উদ্দিন (২৫)।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে বালুখালীর রোহিঙ্গা বাজার সংলগ্ন এলাকায় দুই মাদককারবারি ইয়াবার একটি চালান নিয়ে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আটককৃত দুই মাদককারবারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া