উখিয়া প্রতিনিধি: উখিয়া বৃহস্পতিবার দিবাগত রাতে ছমিরা আক্তার (১৫) নামে স্কুলছাত্রী নিজ বাড়ীতে সবার অগোচরে আত্মহত্যা করে।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হিন্দু পাড়ার শামসুল আলমের মেয়ে কি কারণে আত্মহত্যা করেছে তা পরিবারের কেউ জানে না।
স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আবছার চৌধুরী ও গ্রাম পুলিশ গিয়াস উদ্দিন জানান, মেয়েটি আত্মহত্যা করার মত তেমন কোন সমস্যা তাদের পরিবারে আছে বলে জানা নেই। তাদের পরিবার মোটামুটি সচেতন। এক ছেলে বিজিবিতে চাকরি করে।নিহত ছমিরা স্থানীয় বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মা -বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।
আইএনবি/বিভূঁইয়া