পাবনা প্রতিনিধি: সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর-দাশুড়িয়া মহাসড়কের ঈশ্বরদীর মুলাডুলি বাজার সংলগ্ন ওয়ালটন শোরুমের সামনে বাজার করে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় সোলাইমান হোসেন (৪৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
নিহত সোলাইমান নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলসের অর্জনপুর গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম মো. জিহাদ উদ্দিন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুলাডুলি হাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা দাশুড়িয়াগামী যাত্রীবাহী বাস মাছরাঙ্গা পরিবহন (ঢাকা-মেট্রো-ব – ১৫-০৬৯৬) সোলাইমানকে ধাক্কা দেয়। স্থানীয় জনগণ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোলাইমানকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহত সোলাইমানের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করে ফাঁড়িতে আনা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া