ঈদের ছুটিতে ঢাকা হলো ফাঁকা

আইএনবি নিউজ:এরইমধ্যে নাড়ির টানে পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। ফলে শহরের বেশিরভাগ সড়ক ফাঁকা হয়েছে।

গেল বছরগুলোতে সপ্তাহব্যাপী ঘরমুখো মানুষের ভিড় থাকলেও এবার উল্টোচিত্র। তবে শেষদিনে মহাসড়কগুলোতে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। ঢাকার বিভিন্ন বাসস্ট্যান্ড (মহাখালী, গাবতলী, গুলিস্তান ও সায়েদাবাদ), সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ করতে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

শুক্রবার সকাল থেকেই মতিঝিল, শাহবাগ মোড়, মিরপুর, আসাদগেট, সাইন্স ল্যাবরেটরি, কলাবাগান, কল্যাণপুর, গাবতলী’ এলাকা ফাঁকা দেখা গেছে ।

আইএনবি/বি.ভূঁইয়া