ঈদযাত্রা: ট্রেনে অভিযান চালিয়ে মিললো ৩৩৫০০ পিস ইয়া

আইএনবি ডেস্ক: ঢাকা থেকে কক্সবাজার রুটের ঈদযাত্রার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ‘ঝ বগি’তে ইয়াবা পরিবহন করা হচ্ছে।

ওই তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ তল্লাশী পরিচালনাকালে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় স্কুল ব্যাগ ভর্তি ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আইএনবি/বিভূঁইয়া