ইয়াবা পাচার করার সময় দুই রোহিঙ্গা গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : মঙ্গলবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী পুলিশের মইজ্জারটেকের চেকপোস্টের কাছে রাতে মাছের ঝুড়িতে করে ইয়াবা পাচার করার সময় দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫ হাজার ৫৬০টি ইয়াবা জব্দ করা হয়। বুধবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদ ইসমাইল (২৮) ও নুর ফয়সালকে (৩২)। পুলিশের তথ্য অনুযায়ী, তারা বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া