ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে শুক্রবার গভীর রাতে মাদক বিরোধী পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযানে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আবদুর রহমান হাফেজ বাড়ীর আবুল কালামের ছেলে মো. জাফর উল্যা রাসেল (২৫), একই এলাকার কামাল উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন সুরুজ (৪০), কবির আহাম্মদের ছেলে মো. ইয়াছিন (২৫) ও মুছাপুর ইউনিয়নের রশিদ মেস্ত্রীর ছেলে মোঃ ফয়সাল (২৫)।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া