আইএনবি নিউজ: ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলেমানির দাফন অনুষ্ঠানে ভিড়ের মধ্যে পদদলনে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ইরানের রাষ্ট্রায়াত্ত টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার এ ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
মেজর জেনারেল কাসেম সোলেমানিকে মঙ্গলবার তার নিজের শহর কেরমানে দাফন করা হয়। তার জানাজায় যোগ দিতে রাস্তায় লাখো মানুষের ঢল নামে।
ইরানের রাষ্ট্রায়াত্ত টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার এ ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান পীর হোসেন কলিভান্দ বলেন, শোকমিছিলে অংশ নিয়ে বেশ কিছু লোক আহত হয়েছেন। অনেকে প্রাণ হারিয়েছেন।
কেরমানে এএফপির প্রতিনিধি বলেন, দক্ষিণপূর্বাঞ্চলীয় শহরের রাস্তায় লোকে লোকারণ্য। নিহত জেনারেলের প্রতি শোক জানাতে তারা মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছেন।
প্রসঙ্গত, ইরানের রেভুলেশনারি গার্ড কোরের শীর্ষনেতা কাসেম সোলাইমানি শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় মারা যান। তারপর থেকেই ইরান-মার্কিন সম্পর্ক এক নতুন মাত্রা পেয়েছে। নিয়মিতভাবে তাদের মধ্যে হুমকি পাল্টা হুমকির আদান প্রদাণ চলছে
আইএনবি /এনএম