ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া।

রোববার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, ৩০ জন শ্রমিক এখনও খনিতে আটকে আছে।

রাষ্ট্রীয় টিভি আরও জানায়, মদনজু কোম্পানি পরিচালিত খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ব্লকে মোট শ্রমিকের সংখ্যা ছিল ৬৯ জন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার স্থানীয় রাত ৯টায় বিস্ফোরণটি ঘটে।

আইএনবি/বিভূঁইয়া