আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের শিয়া সমর্থিত প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি টানা বিক্ষোভের পর অবশেষে ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন । বিক্ষোভকারীদের আন্দোলনে টিকতেই পারলেন না তিনি।
ইরাকের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আল সিসতানির আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার (২৯ নভেম্বর) পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেওয়ার ঘোষণা দেন মাহদি।
গত কয়েক সপ্তাহ ধরে ইরাকের রাজপথে বিক্ষোভ চলছে। বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে নিরাপত্তা বাহিনীর গুলি চালায়। এতে ব্যাপক প্রাণহানি ঘটে।
বেকারত্ব, নিম্নমানের সরকারি পরিষেবা এবং লাগামহীন দুর্নীতির অভিযোগ এনে তরুণরা ইরাকের রাজপথে আন্দোলন-বিক্ষোভ করছে। বুধবার আন্দোলনরত তরুণরা ইরানি দূতাবাসে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার বিভিন্ন শহরে চলতে থাকা বিক্ষোভের ওপর চড়াও হয় নিরাপত্তা বাহিনী। গুলিতে নিহত হয় কমপক্ষে ২৭ জন।
শিয়াদের পবিত্র নগরী নাজাফে এক ভাষণে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল সিসতানি প্রধানমন্ত্রী আবদুল মাহদিকে পদত্যাগের কথা বিবেচনার আহ্বান জানান। পরে পার্লামেন্টে প্রধানমন্ত্রী বলেন, তিনি একটি স্মারকলিপি জমা দেব। এরপর পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে।
আইএনবি/বিভূঁইয়া