মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু মিয়ার নির্দেশে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরন করেছে শরীয়তপুর সদর উপজেলা যুবলীগ।
মঙ্গলবার দুপুরে পৌর ঈদ গাও মাঠে কর্মহীন অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবলীগ।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া, সাধারণ সম্পাদক হোসেন সরদার, শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়াডের আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন ঢালী, পৌর আওয়ামী লীগের সদস্য বাবুল ফকির, সহ-সভাপতি ও ইতালি যুবলীগ নেতা সৈয়দ সুমন, সুরুজ খান,করিম ঢালী, রুবেল মৃধা, রানা, যুগ্নসারণ সম্পাদক জাকির মৃধা,সাংগঠনিক সম্পাদক সোহেল খান, আয়নাল হক,আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পিন্টু, ক্রিয়া সম্পাদক রাহাত প্রমুখ।