আইএনবি ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৯ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকের শেষে গণভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফ করতে গিয়ে এ কথা জানান তিনি।
দলের বিদ্রোহীদের বিষয়ে লিখিত ও মৌখিকভাবে সার্বিক রিপোর্ট দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা প্রকাশ করেছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদ্রোহীদের বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছে। আর বিদ্রোহীদের যারা মদদ দিয়েছে তারা শাস্তির আওতায় আসবে, বৈঠকে তা সিদ্ধান্ত হয়েছে। এমনকি জনপ্রতিনিধি হলে মন্ত্রী হোক এমপি হোক প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া