বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী নলডাঙ্গি এলাকায় অবৈধ বালুমহালে অভিযান চালানোর পর ইউএনওর সরকারি গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় ইউএনও’র দুই কর্মচারী আহত হয়েছেন।
আহতরা হলেন, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারী উজ্জল মোহন্ত ও নৈশ্যপ্রহরী মুঞ্জুরুল হক। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী শেখ এই তথ্য নিশ্চিত করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়েই অতিরিক্ত পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যান। একইসঙ্গে ইউএনওসহ ওই অভিযানের সব সদস্যদের উদ্ধার করেন তিনি। তিনি বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আইএনবি/বি.ভূঁইয়া