আড়াইহাজারে নারী গার্মেন্ট শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা

আড়াইহাজার প্রতিনিধি: সোমবার রাত ১১টার দিকে আড়াইহাজারে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দি ভুইয়াপাড়া থেকে শিল্পী আক্তার (২৬) নামের এক গার্মেন্ট শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

নিহত শিল্পী সোনারগাঁও উপজেলার মহজমপুর উত্তর কাজীপাড়া গ্রামের আ. লতিফের মেয়ে। তাকে পিটিয়েও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম জানান, শিল্পীর শ্বশুর বাড়ির আড়াইহাজার উপজেলার সত্যবান্দি গ্রামে। তার দুটি সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে যোগাযোগ নেই। এরই মাঝে স্বামী সুমনও মারা যায়।

সেই কারণে স্থানীয় একটি গার্মেন্টে কাজ করত এবং বাপের বাড়ি থাকত। ঘটনার দিন সোমবার দুপুরে সে গার্মেন্ট থেকে সত্যবান্দি আসেন। সারা দিন ওই এলাকায় ঘোরাফেরা করেন। একপর্যায়ে সন্ধ্যার পর তার লাশ সত্যবান্দি গ্রামে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ রাত ১১টায় লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আরো জানান, হত্যার ঘটনাটি রহস্য ঘেরা। কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তা উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় নিহতের বাবা আ. লতিফ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আইএনবি/বি.ভূঁইয়া